পার্বত্যাঞ্চলের বৌদ্ধ ধর্মালম্বীদের পূণ্যক্ষেত্র রাঙামাটিতে ভাবগম্ভীর পরিবেশে শুভ বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) উদযাপিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের উদ্যোগে বিহার এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বৌদ্ধ ধর্মালম্বী শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি রাজবন বিহার এলাকায় ধর্মীয়সভায় মিলিত হয়।
শোভাযাত্রা শেষে আনন্দ বিহার দেশনালয়ে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে পুণ্যাথীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন বনভান্তের শিষ্য প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।
এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকালে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কারদান, বুদ্ধমূর্তিদান, পিন্ডদান ও ধর্মালোচনা সভা এবং বিকালে প্রদীপ প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
গৌতম বুদ্ধের গৃহত্যাগ, জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বান লাভের শুভ তিথির রজতজয়ন্তী অনুষ্ঠানে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব