র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ জেলহজ (৩৭) নামের এক যুবককে আটক করেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া নগরকান্দি গ্রামের একটি লিচু বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১২, বগুড়া ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বগুড়া সদর থানার পাঁচবাড়িয়া গ্রামের সামছুল মন্ডলের ছেলে সন্ত্রাসী জেলহজকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উল্লেখিত স্থান থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ