বরিশালের বানারীপাড়া থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুল ছাত্রীর স্বর্ণাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে তার পরিবার। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে স্বর্নাকে তার বাবা অটোরিক্সা চালক হেলাল খান ও তার পরিবারের সদস্যরা উদ্ধার করে বুধবার বানারীপাড়া থানায় নিয়ে যান। এ সময় স্বর্ণাকে অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা এসআই গাজী নজরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এদিন সকালে বরিশাল আদালতে স্বর্ণার জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানান এসআই নজরুল।
এর আগে স্বর্ণা অপহরণের অভিযোগে মা সালমা বেগম বাদী হয়ে রুকাইয়াসহ দুই জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে বানারীপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই নজরুল।
গত ৩ মে বিকেলে বানারীপাড়া থেকে তিন স্কুলছাত্রী স্বর্না, রুকাইয়া ও বৃষ্টি রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ