বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে ইয়াবাসহ বুধবার দিবাগত রাতে জহিরুল হক নামে এক স্কুলছাত্রকে আটক করেছে বামনা থানা পুলিশ। আটক জহিরুল হক বরগুনা সদর উপজেলার ছোট লবণগোলা গ্রামের মো. বারেক হাওলাদারের ছেলে।
বামনা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ও সেরাজ বলেন, সন্দেহজনকভাবে জহিরুল হককে আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে তিনশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে বৃহস্পতিবার সকালে তাকে বরগুনা জেল কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার