লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ও বিভিন্ন এলাকা থেকে গত এক সপ্তাহে ১২টি মোটর সাইকেলসহ ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এতে দিশেহারা হয়ে ব্যবসায়ীরা পাহারা বসানোর উদ্যোগ নিয়েছে। কয়েকজন ব্যবসায়ী চুরিকৃত মালামাল ও মোটরসাইকেল উদ্ধারে রায়পুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, গত এক সপ্তাহে উপজেলার হায়দরগঞ্জ বাজার ও বিভিন্ন এলাকা থেকে অন্তত ১২টি মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। এছাড়া হায়দরগঞ্জ বাজারের হায়দর এন্টারপ্রাইজে নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল চুরি হয় বলে দাবি করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী জাফরউল্যাহ্ দুলাল হাওলাদার, সাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবিরী, মোঃ ইউসুফ আলী, মোঃ ইকবাল হাওলাদার, মোঃ ইসমাইল হাজী, মাষ্টার নজরুল ইসলাম, আঃ গনি ও ইদ্রিস মোল্যাসহ প্রায় ১২ জনের মোটরসাইকেল চুরি হয়েছে বলে তারা দাবি করেছেন। এদিকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কোন কার্যকর ভূমিকা পালন করতে পারছেনা বলে হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। ইতিমধ্যে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংঘবদ্ধ চোরের দল ধরতে এলাকার যুবকদের নিয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, হায়দরগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরী করেছেন। ব্যবসায়ীদের মোটরসাইকেল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংঘবদ্ধ চোরের দলকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/হিমেল