জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার পন্ডিত পাড়া গ্রাম থেকে এক ছাত্রশিবীর কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার মমিনুর রহমান (২০) উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের হেনা সরদারের ছেলে।
জামালপুর জেলা পুলিশ সুপার মো. দেলুয়ার হোসেন ও মাদারগঞ্জ সার্কেল সামিউল আলম পিপিএম ও ওসি শহিদুল ইসলামের নেতৃতে শনিবার ভোর পাঁচটায় পন্ডিত পাড়ায় অভিযান চালিয়ে সেলিমের বাসা থেকে তাকে আটক করা হয়। সে গত কয়েক মাস ধরে ওই বাসায় ভাড়া থাকছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহীদুল ইসলাম জানান, আটক মমিনুরের কাছ থেকে কিছু জিহাদী বই, রেজিষ্টার খাতা ও চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া গেছে। সে পৌর ছাত্রশিবিরের সেক্রেটারী।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/ ই জাহান