বৈদিক নামধারী আর্য সমাজ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু ধর্মীয় বিভিন্ন দেবদেবীকে কটূক্তি ও অপপ্রচারকারীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা ঢোলার হাট এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সতর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায়, ঠাকুরগাঁও জেলা হিন্দু মহাজোট শাখার সাধারণ সম্পাদক অশিনী কুমার বর্মন, ঢোলার হাট পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় চৌঃ, আখিল চন্দ্র রায়, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।
বক্তারা এ সময়, ধর্মের বিরুদ্ধে অপপ্রচারকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীর দেবদেবীর নামে ফেসবুকে নানা রকম কটূক্তি করায় ঢোলার হাট ইউনিয়ন পূর্জা কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় চৌধুরী ২০ জনের বিরুদ্ধে আইসিটি ধারায় রুহিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনা পুলিশ এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/হিমেল