বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ সরকার যেকোন সময়ে নির্বাচন ঘোষণা করতে পারে। সেকারণে দলীয় নেতাকমীদের নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। দলের নেতাকর্মীরা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হলে জয় আমাদের সুনিশ্চিত। শনিবার দুপুরে বাগেরহাট শহরের মুনিগঞ্জে জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় দুলু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগে ক্ষমতায় আসেন, তারপর নিজেরা হানাহানি করেন। নির্বাচনে আওয়ামী লীগ আমাদের কোন সমস্যা নয়,- বিএনপির সমস্যা বিএনপিই।
তিনি আরও বলেন, দীর্ঘ আট বছরে আমাদের হাজার-হাজার নেতাকর্মীদের গুম-খুন, বাড়িছাড়া ও নির্যাতন করা হয়েছে। বিএনপির শহীদ নেতাকমীদের রক্তের শপথ নিয়ে এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। মানুষ অবাধে তাদের ভোট দিতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো যাবে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দু:শাষন ও তাদের সকল অগণতান্ত্রিক কাজের বিচার করা হবে।
বাগেরহাটে সম্মেলন ছাড়াই আট বছর পর নবগঠিত জেলা বিএনপি’র সভাপতি এমএ সালামের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাসাসের কেন্দ্রীয় সভাপতি বাবুল আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, ড. শেখ ফরিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান দিপু এ্যাড. আসাদুজ্জামান, এ কে এম আব্দুল হাই, ওজিয়ার রহমান, শেখ শাহেদ আলী রবি, খান মতিয়ার রহমান, মোজ্জাফর রহমান আলম, হাদিউজ্জামান হিরোসহ জেলা নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/হিমেল