ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপি’র সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজসহ সকল নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। আজ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন বিএনপি’র রেলগেট এলাকায় অবস্থিত কার্যালয়ের সামনে পৌর বিএনপি এ কর্মসুচি পালন করে।
এসময় পৌর বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজের মুক্তির দাবি করা হয়। পৌর বিএনপি’র সহ সভাপতি শহিদুল ইসলাম সলেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, পৌর সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মনসুর নান্নু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল আলীম মানিক, যুবদল নেতা কামরুজ্জামান মিন্টু, ছাত্রদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, বিএনপি নেতা উবায়দুর রহমান প্রমুখ। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়কে আসার পর পুলিশ তাতে বাধা দেয়।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/হিমেল