পঞ্চগড় সদর উপজেলার বকুল তলা এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও শিশু নিহত হয়েছে । শনিবার দুপুরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী লোকাল ট্রেনের ধাক্কায় মর্মান্তিক এই মৃত্যু ঘটে। নিহতরা হলেন আটোয়ারী উপজেলার বারো আউলিয়া গ্রামের শ্যামলী বসাক (২২) ও তার প্রতিবন্ধী শিশু মনি বসাক (২) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়গামী চলন্ত ট্রেনটির সামনে শিশুটিকে কোলে নিয়ে ঝাপিয়ে পড়েন ওই মা । এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। নিহত শ্যমলী বসাকের বাবা অরুন বসাক জানান, গত তিন বছর আগে ঠাকুরগাাঁও জেলার রাজাগাঁও ইউনিয়নের রুহিয়া আসানপুর এলাকার প্রদীপ সেনের সাথে বিয়ে হয় মেয়ে শ্যামলী বসাকের। বিয়ের একবছর যেতে না যেতেই নির্যাতনের স্বীকার হয়ে বাপের বাড়িতে ফিরে আসে তার মেয়ে। এ নিয়ে পঞ্চগড় জজ কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে । গত দুই বছর থেকে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত স্কুলে শিক্ষকতা করছেন। অরুন বসাক জানান, পারিবারিক কলহের কারণেই তার মেয়ে শিশু কন্যাকে নিয়ে আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ