বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপি চায় সবার অংশগ্রহনে স্বতন্ত্র নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। যদি সরকার বিএনপির দাবি না মানে, তাহলে দাবি আদায়ে খালেদা জিয়া আন্দোলনের ডাক দেবেন। সেই আন্দোলনের জন্য জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।
তিনি শনিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে শহরের নবাববাড়ী সড়কের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভায় আরো বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, অধ্যাপক আমিনুল ইসলাম, লাভলী রহমান, আলী আজগর হেনা, বিএনপি নেতা মীর শাহে আলম, এম আর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, সিপার আল বখতিয়ার , শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, আবুল বাশার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার দরকার। আমরা এই দাবি আদায়ে রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আপনারা প্রস্তুত থাকুন । তিনি বলেন, আগামী দিনে বিএনপি কী করবে তা জনগণ জানতে চায় । তাই জনগনকে জানাতে ভিশন ২০৩০ ঘোষণা করেছেন খালেদা জিয়া। এটা নতুন নয়, এর আগেও বিএনপি ভিশন ঘোষণা করেছিল। বিএনপি আন্দোলন ও নির্বাচন দু'টোরই প্রস্তুতি নিচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ