খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র নিহতের ঘটনায় একমাত্র বেঁচে থাকা ছেলে নীহার কান্তি ত্রিপুরা খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ির করেছেন।
পুলিশ মামলার পরপরই শনিবার অভিযান চালিয়ে ব্রত ত্রিপুরা (৪০) নামে একজনকে আটক করেছে । জানা গেছে, সে হত্যা মামলার আসামি ।
খাগড়াছড়ি সদর থানার ওসি হান্নান জানান, নিহতের ছেলে ৩৪ জনকে আসামি করে মামলা করেছেন । নিহত পিতা ও পুত্রের লাশ তাদের দেবতা পুকুর এলাকায় দাহ করা হয়েছে । এ ঘটনায় ত্রিপুরা গ্রামটিতে গ্রামবাসীদের মাঝে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে । গত বৃহস্পতিবার র্পূব শত্রুতা ও ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা চিরঞ্জিত ত্রিপুরা(৫৫) পুত্র কর্ণ ত্রিপুরা(৩০) নিহত ও একই পরিবারের দুইজন আহত হন। দুর্গম দেবতাপুকুর থলিপাড়া এলাকায় এ হামলা ঘটনা ঘটে ।
আহতরা হলেন, চিরঞ্জিতের স্ত্রী ভবেলক্ষী(৪৫) ও কর্ণ ত্রিপুরা স্ত্রী বিজলী ত্রিপুরা(২৮)। আহত দু’জনই খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। কর্ণ ত্রিপুরার ৭ বছরের পুত্রসন্তান যুবরাজ ত্রিপুরার খোঁজ পাওয়া গেছে । ঘটনার সময় ভয়ে সে জঙ্গলে পালিয়ে ছিল ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ