শেরপুর জেলায় গত ৫ মে থেকে শুরু হওয়া পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান আজ ১৩মে শেষ হয়েছে। এ সময় ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার জানান, ৮ দিনব্যাপী এই বিশেষ অভিযানের শেষ দিন শনিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১০৭টি। পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শেষ হলেও অভিযান চলবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ