সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের তিন সন্তানের এক জননীকে নগ্ন করে নির্যাতনের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আইরিন পারভিন লুনা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব ও নির্যাতিত গৃহবধূর মেয়ে বৃষ্টি বেগম। বক্তারা এ সময় নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত রবিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের যুবলীগ নেতা রায়হান ও ইউপি সদস্য আনিসুরের কর্মীরা ওই গ্রামের স্বামী পরিত্যক্তা তিন সন্তানের এক জননীকে তুলে নিয়ে যায়। পরে পরিষদে তাকে নগ্ন করে নির্যাতন করা হয় বলে ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন। স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার সাথে জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাল মাস্টার জড়িত বলে অভিযোগও উঠেছে। তবে চেয়ারম্যান নির্যাতনের কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় ওই নারী সাত জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান ও ইউপি সদস্য কেদার নাথকে পুলিশ গ্রেফতার করলেও অন্যান্যরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার