ঠাকুরগাঁও শহরের জেলা স্কুল বড়মাঠের পাশে ভাড়া বাসায় দুই সন্তানের জননী সাবিনা ইয়াসমিন নামের এক মহিলা আজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সাবিনা ইয়াসমিনের বাবা আব্দুল কুদ্দুস ও তার মায়ের নাম আয়েশা বেগম এবং তার দুটি সন্তান আছে। তার স্বামীর নাম শাহ্ নেওয়াজ। সাবিনা ইয়াসমিনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া এলাকায়। সাবিনা ইয়াসমিনের স্বামী বিদেশে থাকেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, সাবিনা ইয়াসমিনের স্বামী শাহ্ নেওয়াজ বিদেশে থাকেন। গতকাল শুক্রবার (১২ মে) রাতে তার স্বামী শাহ্ নেওয়াজের সাথে সরাসরি ভিডিও কলে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর শনিবার ভোর রাত আনুমানিক রাত ১ টায় সাবিনা ইয়াসমিন স্বামীকে ভিডিও কলে দেখিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামী বিষয়টি সাবিনার বাবা, মা কে জানালে তারা রুহিয়া থেকে সকালে এসে তাদের মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় সাবিনার বাচ্চারা তার নানার বাসায় ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি নামায়।
এ বিষয়ে সাবিনা ইয়াসমিনের বাবা আব্দুল কুদ্দুস বলেন, আমি এ বিষয়ে তেমন কিছুই জানিনা। গতকাল রাতে আমার মেয়ে সাবিনা তার স্বামীর সাথে মুঠোফোনে ঝগড়া করার পর সে গলায় ফাঁস লাগায়।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় থাকায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার