বগুড়ার ধুনট উপজেলায় নার্গিস খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নার্গিস উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। শনিবার দুপুরে ইউসুফ আলীর ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, নার্গিস খাতুন বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। নার্গিস ছোট থেকে টাঙ্গাইলে এক সেনা কর্মকর্তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। ওই বাসায় কাঠমিস্ত্রীর কাজ করার সময় ইউসুফ আলীর সঙ্গে তার পরিচয় হয়। নার্গিসকে পছন্দ হওয়ায় স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগীতায় ইউসুফ আলী তাকে বিয়ে করে।
জীবিকার তাগিদে ইউসুফ আলী টাঙ্গাইলে অবস্থান করছে। অন্যদিকে শনিবার সকালে ইউসুফ আলীর ঘরের তীরের সঙ্গে নার্গিসের ঝুলন্ত লাশ দেখেন স্বজনরা।
ধুনট থানার এসআই মাইনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গলায় ওড়না পেঁচানো নার্গিসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/আরাফাত