একটি জাতি সমৃদ্ধ হয় তার সংস্কৃতির ওপর ভিত্তি করে। যে দেশের সংস্কৃতি যত সমৃদ্ধ, সে দেশ তত বেশী উন্নত ও সমৃদ্ধ। তাই সংস্কৃতি লালন করতে হবে, চর্চা করতে হবে। সংস্কৃতি দিয়ে জঙ্গিবাদ মৌলবাদ প্রতিহত করতে হবে। মৌলবাদী জঙ্গিগোষ্ঠী এবং স্বাধীনতা বিরোধী চক্রকে রুখে দিতে সংস্কৃতি চর্চার পথ সুন্দর করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চায় ফেরাতে হবে।
বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট ‘সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের’ ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলনে উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতিজন সাহান আরা বেগম।
শনিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্তরে উদীচীর শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহান আরা বেগম। পরে অশ্বিনী কুমার হলে সমন্বয় পরিষদের ২৭টি সগংঠনের প্রতিনিধিদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক কর্মী সম্মলনের প্রধান বক্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। এটা স্বাধীনতা বিরোধীরা জানে। তাই তারা আমাদের সংস্কৃতির ওপর আঘাত হানার চেষ্টা করছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমাদের সন্তানদের জিপিএ-৫ এর পেছনে ছোটার প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তা না হলে আমাদের সংস্কৃতি টিকে রাখা দায় হবে। শিক্ষার্থীরা স্কুলের পরিবর্তে কোচিংমূখী হয়ে পড়েছে। তাদের অশুভ প্রতিযোগিতা থেকে ফেরাতে হবে। সেই সঙ্গে সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে। সত্যিকারের মানুষ হতে হলে জিপিএ-৫ না পেলেও চলে। কেবল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা আমাদের সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। তাই কমপক্ষে শুক্রবার সব ধরণের কোচিং বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা প্রয়োজন। সপ্তাহে একদিন শিক্ষার্থীরা লেখাধূলা এবং মানসিক বিকাশে ব্যয় করতে পারলে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। শিক্ষার্থীরা সত্যিকারের মানুষ হিসেবে বেড়ে ওঠার সুযোগ পাবে।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, শুভংকর চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। সন্ধ্যায় অশি^নী কুমার হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ১৩ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬