বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে জনগণের সেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
আজ শনিবার পাবনার দোয়েল চত্বরে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শামসুর রহমান শরীফ বলেন, সেবা গ্রহীতাদের ঘরে ঘরে পল্লী চিকিৎসকদের যেতে হবে। স্বাস্থ্য সেবার মান বাড়াতে পল্লী চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করুন।
পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি ডা. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/এনায়েত করিম