মাগুরা সদর হাসপাতালে রোগী দেখতে গিয়ে আসার পথে আনসার আলী (৭০) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় শনিবার দুপুরে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদরের হাজিপুর গ্রামে। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের নাতি মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, গ্রামীণ শক্রতার জের ধরে প্রতিবেশী হারুন মিয়া, রোহান হোসেন ও হামিদ জোয়ার্দারের সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলছিল। গত সোমবার প্রতিপক্ষের লোকজন তাদের পক্ষের তিনজনকে মারপিট করে। শনিবার দুপুরে নিহত আনসার আলী স্বজনদের দেখতে হাসপাতালে আসার পথে ইছাখাদায় প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ আনসার আলীকে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দেয়। এসময় তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. কৃষ্ণদাস বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/আরাফাত