ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাজার এলাকায়।
সূত্রে জানা যায়, সীডষ্টোর বাজারের বাসিন্দা গফরগাঁও উপজেলার বেলাব গ্রামের মনির হোসেনের ছেলে হবিরবাড়ি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাকিব (১২)। বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে আশেপাশের লোকজন তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ওই ছাত্রের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার