হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আজ বিকেলে আমিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার ছেলে আমির আহমদ (১৭)। উপজেলার কামিরাই গ্রামে গৃহবধূর বসতঘর থেকে হাত-পা বাধা গলাকাটা ও ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমেনা ওই গ্রামের জাবিদ উল্লার স্ত্রী। ঘটনার পর আমিরকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে হত্যার দায় স্বীকার করেছে।
জানা যায়, স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমেনা দীর্ঘদিন ধরে একা ঘরে বসবাস করতেন। তার সঙ্গে এক ব্যক্তির গোপন সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে ফোনে কথা ও দেখা হতো। এ পরকীয়ার সত্যতা পাওয়ার পর সহ্য করতে না পেরে শুক্রবার (১২ মে) রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় আমির। পরে রাতে ঘুমন্ত অবস্থায় চুরি দিয়ে গলা কেটে হত্যা করে তার মাকে।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আমিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহজনকভাবে তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে সে তার মাকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার