শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর নৌকার ঘাট থেকে ভারতীয় নাগরিক টি এলেন মমিনের (৬৯) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বাঘমারা থানার প্রমোদ মমিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ভোগাই নদীর নৌকার ঘাটে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি ভারতের সীমান্ত থেকে ভেসে আসতে পারে বলে পুলিশ ও এলাকাবাসী ধারণা করেন। পরে পুলিশ বিএসএফ কাছে ওই লাশের ছবি ও বর্ণনা ই-মেইল এর মাধ্যমে পাঠায়। এরপর বিএসএফ লাশের ছবি ও বিস্তারিত বর্ণনা দেখে নিশ্চিত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুজ্জামান জানান, শনিবার রাতে বিএসএফ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশনা পেলেই নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ওই লাশ বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যস্থতার মাধ্যমে ভারতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/আরাফাত