নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তালিকাভুক্ত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ দাবি করেছে।
শনিবার বিকেল ৩টায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার জামগ্রাম গ্রামের সাহাদ আলীর ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এ এলাকায়। তিনি সে সময় বাংলা ভাই ও সর্বহারা নিধনের নামে অবৈধভাবে হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ করেন।
এরপর পর থেকে দীর্ঘ সময় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির দুইটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/০১ জুন ২০১৭/আরাফাত