নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের পশ্চিম গাংছিল গ্রামে সন্ত্রাসী হামলায় নারীসহ অনন্ত ১০জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম গাংছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরত্বর অবস্থায় পশ্চিম গাংছিল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে প্রবাস ফেরত মো. জামসেদ (৩৫), জেলা সদরের ধর্মপুর গ্রামের আবুল হাশেমের ছেলে মো. রাজু (২৮), গাংছিল গ্রামের আবদুল বাকি (৫২), মো. ইদ্রিস মিয়া (৭০) ও সাজেদা বেগমকে (৬০) নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া যায়, উপজেলার পশ্চিম গাংছিল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. জামসেদ গত ১৪ জুন প্রবাস থেকে দেশে ফিরে আসেন। জামসেদ দেশে আসার পর থেকে স্থানীয় সন্ত্রাসী ওলি উদ্দিন ও কলিম উল্লা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রবাস ফেরত জামসেদ সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জামসেদ ও তার পরিবারের সদস্যদের মালিকী সম্পত্তি জোরপূর্বক দখল করে নিবে বলে হুমকি দেয়।
এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা মো. জামসেদ, মো. রাজু, আবদুল বাকি, মো. ইদ্রিস মিয়া (৭০) ও সাজেদা বেগমসহ অনন্ত ১০জনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং জামসেদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, তার ব্যবহৃত মোবাইল ফোন, লেবার কার্ড (ওমান) ও জাতীয় পরিচয় পত্র নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার বিষয়টি শুনে চৌকিদার পাঠিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিডি প্রতিদিন/১ জুলাই ২০১৭/এনায়েত করিম