বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, "এলাকার উন্নয়নের জন্য যে কোন ধরণের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ত্যাগী হতে হবে। এমনটি না পারলে একদিকে যেমন এলাকার উন্নয়ন হবে না, অপরদিকে ইমেজ সংকটে পড়বেন দলের নেতাকর্মীরা।"
শনিবার বিকেল ৫টায় মোরেলগঞ্জের হোগলাপাশায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. আরিফ শেখের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সোহাগ এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরাঞ্জন বিহারী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক নাজমুল হোসেন, ছাত্রলীগ ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা ভাইচ চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, সোহরাওয়ার্দী কলেজের ভিপি বায়জীদ হোসেন, মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত।
বিডি-প্রতিদিন/ ১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭