কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তে গত জুন মাসে নাফ নদীর বিভিন্ন সীমান্তে রোহিঙ্গা নাগরিক বোঝাই ১০ নৌকা প্রতিহত করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া সাড়ে ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা, মাদকদ্রব্য ও চোরাই পণ্য উদ্ধার করার পাশাপাশি ৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ন উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, গত জুন মাসে টেকনাফের নাফ নদীর আনোয়ার প্রজেক্ট, ২নং, ৬নং, ৭নং সুইচ গেইট, লম্বাবিল, তুলাতুলি, হাউসার দ্বীপ, কাটাখালী ও বিআরএম-১৭ নং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কালে রোহিঙ্গা বোঝায় ১০টি নৌকা মিয়ানমার প্রতিহত করা হয়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল বৃদ্ধিসহ সীমান্তে সর্তক অবস্থান রয়েছে বলে জানান তিনি।
এছাড়া গত মাসে ৮ লাখ ৮৪ পিস ইয়াবা উদ্ধারে ঘটনায় ৪৬টি মামলা করা হয়। এরমধ্যে ৩১ জন আটক ও ১৮ জনকে পলাতক আসামী করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ কোটি ২৫ হাজার ২শ টাকা। এতে মালিকবিহীন ৫ লাখ ৪৩ হাজার ২৯৮ পিস ও মালিকসহ ২ লাখ ৫৬ হাজার ৭৮৬পিস বলে জানায়।
অপরদিকে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবি অভিযান চালিয়ে ২৯৮ বোতল বিদেশী মদ, ৬২৮ ক্যান বিয়ার, ৮৫ লিটার চোলাই মদ ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার মদ-বিয়ার ও গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা। এ সব মাদকদ্রব্য উদ্ধারে ১৪ মামলায় ১ জনকে আটক করা হয়।
এছাড়া ৪২ লাখ ৫৫ হাজার ৭১০ টাকার বিভিন্ন প্রকার চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে। এতে ৩১ মামলায় ১ জনকে আটক করা হয় বলে জানায়।
এদিকে সীমান্তে বিজিবির টহল জোরদার থাকায় মাদকদ্রব্য ও চোরাইপণ্য পাচার অনেকটা কমে আসছে, বিজিবির কর্মকর্তা থেকে সৈনিকরা সীমান্ত ও চেকপোষ্টে টহল জোরদার করে নিরলস কাজ চালিয়ে যাচেছন। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে একাধিক টিম সর্তক অবস্থায় রাখা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ১ জুলাই, ২০১৭/ ই জাহান