রাজশাহী শহরের সিটিহাট বাইপাস মহাসড়ক এলাকা ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
শনিবার সন্ধ্যার দিকে মহানগরীর শাহ মখদুম থানার সিটি হাট বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী ফোয়ারপুর গ্রামের মকসেদ আলীর ছেলে রমজান আলী (৩৫) এবং একই উপজেলার আমতলী হঠাৎপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আরিফ হোসেন (২১) ও মাসুদ আলীর ছেলে আলাল উদ্দিন (২৫)।
র্যাব গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির একটি দল ওই অভিযান চালায়। র্যাব সদস্যরা মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে তেল নিতে দাঁড়ানো ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৭৪ বোতল ফেনসিডিল, ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ১শ’ ২০ টাকা, ৬টি মোবাইল সেট ও ৮টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারসহ ওই তিন জনকে আটক করা। পরে জিজ্ঞাসাবাদে তিনজনই মাদক ব্যবসায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।
বিডি প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ ই জাহান