চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে উত্তর হাশিমপর এলাকার আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৩৫) কে আটক করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় এ অভিযানের সময় তার কাছ থেকে বিক্রির জন্য রাখা ২শত লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে পুলিশ। যার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।
এছাড়া পুলিশ উপজেলার কেশুয়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা ও মারামারির ঘটনায় আরো ১০জনকে আটক করে কোট হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন খন্দকার।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ