বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নেমে পাশের বস্তির ঘরে চাপা দিয়েছে আম বোঝাই একটি ট্রাক। এতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারিয়েছে ওই ঘরে থাকা রিতা খাতুন নামে এক স্কুল ছাত্রী। আহত হয়েছে নিহতের মা। সোমবার ভোর রাতের দিকে নন্দীগ্রাম পৌর এলাকার (বগুড়া-নাটোর) মহাসড়কের গুন্দইল সড়ক পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে নন্দীগ্রাম থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
নিহত স্কুল ছাত্রী রিতা খাতুন (১২) গুন্দইল সড়ক পাড়ায় রাজু খন্দকারের মেয়ে। সে হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ