মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে নাব্য সংকটের কবলে পড়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও কে টাইপ ক্যামেলিয়া নামে দু'টি ফেরি আটকা পড়েছে। ফলে এই রুটে সকল ফেরি চলাচল বন্ধ আছে।
এ ব্যাপারে শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, নাব্য সংকটের কারণে শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি রাত ১টার দিকে মকবুল উদ্ধার করা গেলেও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও কে টাইপ ক্যামেলিয়া ফেরি দুটি আটকা পড়ে আছে। ভোররাত ৪টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং রাত দেড়টার দিকে কে টাইপ ক্যামেলিয়া আটকা পড়ে। এই রুটে এখন সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ