চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকা থেকে সোমবার ভোরে মনির হোসেন (৪৫) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, সিআরবির বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আঘাতজনিত কারণে মনিরের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, রাতে ওই এলাকায় মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।
নিহত মনির হোসেন লক্ষীপুর জেলার শামসুল হকের ছেলে। তিনি সিআরবি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ