মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে এবং একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ