বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ১৯তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি দিয়েছে। এছাড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রসাশক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় হরিজনদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বরাবর ঠাকুরগাঁও জেলা প্রসাশকের মাধ্যমে একটি স্মারকলিপি দেওয়া হয়। পরে কালেক্টরেট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি নরেশ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা এড. ইমরান চৌধুরী, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি মনসুর আলী, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু ভাস্কোর, সুকুমার প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৭/হিমেল