ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত বৃদ্ধের নাম আবু হানিফা (৬৫)। আবু হানিফা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহির বানাইল গ্রামের বাসিন্দা।
সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে এশার নামাজ পড়তে আবু হানিফা মসজিদের উদ্দেশ্যে বাড়ি থাকে বের হন। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২