দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০১ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল পর্যন্ত পুলিশের ব্লক রেইড অভিযানে তাদের আটক করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম-এর দায়িত্বরত হাফিজুর রহমান জানান, বিভিন্ন স্থানের অভিযানে ২০১ জনকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। যার মধ্যে ৬৫৪ পিস ইয়াবা, ১০০ পিস নেশা জাতীয় ইঞ্জেশন,২ দশমিক ৩৫ গ্রাম গাঁজা, ১৩৪ লিটার চোলাই মদ, ২৫৪ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ১১৫ গ্রাম গাঁজা। আটককৃতরা মাদক মামলা ছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল।
কোতয়ালী থানার ওসি রেদোয়ানুর রহিম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ২০১ জনের বিরুদ্ধে পৃথকভাবে ১০১ টি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার