পদ্মা ও আড়িয়াল খা নদীর পানি কমতে থাকায় মাদারীপুরের শিবচরের ৩ ইউনিয়নে নদী ভাঙনের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত ৩ ইউনিয়নের শতাধিক বাড়ি ঘর নদীতে বিলীন হয়েছে। আড়িয়াল খার ভাঙনের কবলে রয়েছে সন্ন্যাসীরচরের ৮ নং ওয়ার্ডের শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ।
এছাড়া অন্তত আরো ১৫টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে স্কুল, কমিউনিটি ক্লিনিক, সেতুসহ অসংখ্য স্থাপনা। পানির তোড়ে ও তীব্র স্রোতের ফলে চরাঞ্চলের কাঠালবাড়ি ও চরজানাজাত ইউনিয়নের ৮০টি ঘরবাড়ি নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবে এখনো পানিবন্দী হয়ে রয়েছে চরের ৪ ইউনিয়নের হাজার হাজার পরিবার। ভাঙনের তীব্রতায় ক্ষতিগ্রস্থরা ঘরবাড়ি গবাদি পশু সরিয়ে নিতেও হিমশিম খাচ্ছেন। ভাঙন ঝুঁকিতে রয়েছে এই ২ ইউনিয়নের বেশ কয়েকটি বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ কয়েকশ' পরিবার।
এদিকে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ কাঁঠালবাড়ি ইউনিয়নের কাওলীপাড়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ তৎপরতা শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। তিনি আরো জানান, নদী ভাঙনে যারা ঘর বাড়ি হারিয়েছে তাদের সরকারী খাস জমি বন্দোবস্ত দেয়া হবে।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল