আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন যুবলীগেরর সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. সোহেল খানকে অপহরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার রাতে বাগেরহাট প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন অপহৃত যুবলীগ নেতার স্ত্রী মুন্নী বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অপহৃত যুবলীগ নেতার স্ত্রী বলেন, যুবলীগ নেতা মো. সোহেল খান গত ১৭ জুলাই সকালে একটি মামলার হাজিরা দিতে বাগেরহাট আদালতে আসেন। বেলা পৌনে এগারোটার দিকে আদালত চত্তরের উকিল বারের সামনে থেকে সোহেল খানকে র্যাব ও ডিবি পরিচয় দিয়ে প্রধমে মারধর করে। এসময় তার সাথে থাকা লোকজন বাঁধা দিতে গেলে তারা অস্ত্র উঁচু করে গুলি করার ভয় দেখিয়ে তাকে টেনে হিঁচড়ে আদালতের পিছন দিক থেকে ভিআইপি রোড এলাকায় নিয়ে কালো গ্লাসের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরে পরিবারের পক্ষ থেকে খুলনা র্যাব- ৬, বাগেরহাট সদর থানা, ডিবি অফিস, মোড়েলগঞ্জ থানা ও মোংলা থানায় যোগাযোগসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে মো. সোহেল খানের তিন বছরের কন্যা রাফিয়া আক্তার সোহেলীসহ স্থানীয় যুবলীগ কর্মীরা উপস্থিত ছিলেন। তবে, এই সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা যুবলীগের কোন নেতা উপস্থিত ছিলেন না।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেদুল ইসলাম বলেন, সোহেল খানকে আটকের বিষয়ে তার কিছু জানা নেই। এবিষয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় কেউ সাধারণ ডায়েরীও করেনি।
র্যাব-৬ খুলনার পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম ও র্যাব-৮ বরিশালের উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তারা উভয়েই যুবলীগ নেতা সোহেল খানকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল