নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামে বাড়ির গেটের ছাদ ধসে ২ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় একজন আহত হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সাগরপুর গোয়ালপাড়া গ্রামের ট্রাক্ট্রর মালিক মোহাম্মদ আলীর ছেলে লিটন (২৭) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (৩০)।
জানা যায়, ওই গ্রামের ট্রাক্ট্রর মালিক মোহাম্মদ আলীর ছেলে লিটন এবং ট্রাক্ট্ররের দুই শ্রমিক দুপুরে বাহির থেকে ট্রাক্ট্রর এনে বাড়িতে রাখার জন্য বড় গেট সাবল দিয়ে খুলে ট্রাক্ট্রর বাড়িতে ঢোকানোর চেষ্টা করে। এ সময় দরজার ছাদ ভেঙে পড়লে ওই তিনজন ছাদের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। অপরদিকে পাশ্ববর্তী হাজিপুর গ্রামের শ্রী কমল চন্দ্রের ছেলে আহত ট্রাক্ট্রর শ্রমিক অখিল চন্দ্রকে আহতাবস্থায় পাশ্ববর্তী আক্কেলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) শাহিনুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। আর এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল