কুমিল্লার চৌদ্দগ্রামে মৎস সপ্তাহ উপলক্ষ্যে আজ আলোচনা সভা, র্যালি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস কমকর্তা সরোয়ার জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুর রহমান, প্রকল্প কর্মকর্তা বাহার উল্যাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিন।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস কর্মকর্তা সরোয়ার জাহাঙ্গীর বলেন, জাতীয় মৎস সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের (শৈল, গজার, বাইং, মলিয়া, পুটি) বংশ বিস্তারে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি নদী, খাল ও বিলে বেহঙ্গী, টং জাল নিষিদ্ধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার