‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন শুরু হয়েছে।
বুধবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা, জেলে ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেয়।
র্যালি শেষে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের মৎস্য খাতে দ্রুত উন্নতি হচ্ছে। বিগত বছরের তুলনায় দেশে মাছের উৎপাদন বেড়েছে। ভবিষ্যতে এই ধারা ধরে রাখতে সকলকে সচতেন হওযার আহবান জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দারের সভাপতিত্বে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্ত কামাল আহম্মেদসহ মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাগেরহাট জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিডিপ্রতিদিন/ সালাহ উদ্দীন