“মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিনিয়র উপজেলা সৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে র্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রুমানা শারমিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যার গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও সফল মৎস্য চাষী সাদেকুর রহমান তালুকাদার সহ মৎস্য চাষীরা বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ পুকুরে পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন