বেতনের ৪ ভাগ কর্তনের সরকারি সিদ্ধান্ত বাতিল, বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা জাতীয়করণ সহ ৭ দফা দাবীতে বরিশালে মানববন্ধন করেছে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ।
সংগঠনের জেলা কমিটির উদ্যোগে বুধবার ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মো. শওকত আলী মিয়া, স্থানীয় নেতা একেএম জহিরুল আমীন, জমাদ্দার এনামুল হক ও রেজাউল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন