রাঙামাটি কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের অভাবে হুমকির মুখে পরেছে বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, দীর্ঘদিন ড্রেজিং না করায় কাপ্তাই লেকের মৎস্য অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। হ্রদটি সৃষ্টির পর একবারও ড্রেজিং বা সংস্কার করা হয়নি। তার উপর দীর্ঘদিন ধরে টানা বর্ষণে ঘটছে পাহাড় ধসের ঘটনা। সে মাটিতে ভরাট হয়ে যাচ্ছে হ্রদের তলদেশ। কাপ্তাই হ্রদ সঠিক রক্ষাণাবেক্ষণ করা না গেলে বড় ধরনের ক্ষতির মধ্যে পরবে রাঙামাটিবাসী। তাই রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি করতে দ্রুত হ্রদ ড্রেজিংয়ের আহ্বান জানান তিনি। আজ সকাল ১০টায় রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান হিসেবে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান, রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা, মৎস্য উন্নয়ন অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল রহমান প্রমুখ।
সাবেক এ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আরও বলেন, সরকার রাঙামাটি মৎস্য সেক্টরকে এগিয়ে নিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নও করছে। এতে মৎস্য নির্ভশীল মানুষগুলো অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছে। কাপ্তাই হ্রদ ছাড়া মৎস্য চাষীদের ভাগ্য উন্নয়নে ক্রিক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এ প্রকল্পের আওতায় অনেকেই সফল হয়েছে। আগামীতে কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে জেলেদের আরো আন্তরিক হবারও পরামর্শ দেন তিনি। এ আগে “মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহ-উপলক্ষে সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা পরিষদ চত্বও থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার