সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে যানবাহন পরিচালনাকারী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক ও বিআরটিএ-এর সহকারী পরিচালক আতিয়ার রহমান। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন।
সভায় বাস, ট্রাক, নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি প্রভৃতি যানবাহনের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, শহরে রাস্তার ওপর কোনো যানবাহন রাখতে দেওয়া হবে না। অবৈধ যানবাহন চলাচলেও বিধিনিষেধ থাকবে।
এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা দরকার। সংশ্লিষ্টরা সহযোগিতা না করলে সড়ক নিরাপদ করা কঠিন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন