বাগেরহাটে এক কিশোরীকে অপহরনের দায়ে সৈয়দ ফয়সাল দিপু (২১) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। আজ দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলত-১ এর বিচারক মো. আল মামুন আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। একই সাথে বিচারক দন্ডীতকে আসামীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) -২০০৩ এর ৭ ধারা অনুযায়ী আসামিকে এ দন্ড দেয়া হয়। কারাদন্ডাদেশ প্রাপ্ত ফয়সাল বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের সৈয়দ দেলোয়ার হোসেন বাদশার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৪ অক্টোবর অভিযুক্ত আসামি বাদী মো. এসকে নিজামুল হকের ১৩ বছরের মেয়েকে অপহরণের উদ্দেশ্যে মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়। ওই সময়ে অপহরণকারী কিশোরীকে মটরসাইকেলে তুলে নিয়ে যাবার সময় মেয়েটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে মেয়েটির বাবা বাদী চিতলমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আদালতে মামলা চলাকালে দীর্ঘ শুনানী শেষে বিচারক মঙ্গলবার এ রায় প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার