বগুড়ার কেন্দ্রীয় (বড়) জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১টায় তার প্রথম নামাজে জানাযা শহরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর বগুড়া সদরের শিকারপুর কৃষ্ণপুর হাইস্কুল মাঠে বড় দ্বিতীয় জানাযা শেষে ছোট কুমিড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন