আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া পুলিশ উপ-পরিদর্শককে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মেহেদী হাসান জুয়েল বলে জানা গেছে। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও নকল আইডি উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/ওয়াসিফ