মানিকগঞ্জে গরু ব্যবসায়ী আজাহার মিয়াকে হত্যার দায়ে আজ বেলা ১১টার দিকে জেলা দায়রা জজ মিজানুর রহমান খানের আদালত আসামি সাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মামলার অন্য পাঁচ আসামি বেকসুর খালাস পেয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাচ্চু মিয়া জেলার শিবালয় উপজেলার কাচিতারা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
আজ সাচ্চুসহ গ্রেফতারকৃত মামলার ৬ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০১৪ সালের ০৪ অক্টোবর মধ্যরাতে গাবতলী গরুর হাট থেকে বাড়িতে ফেরার পথে আজাহারকে খুন করা হয়। পরদিন ভোরে সিংগাইর থানা পুলিশ তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ০৮ অক্টোবর নিহত আজাহারের স্ত্রী আসমা বেগম ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার