পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের খাল থেকে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার উমিদপুর খাল থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৫ থেকে ৬ বছর বয়সের ছেলে শিশুর এ লাশ উদ্ধার করা হয়। শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুপুরে সাড়ে ৩টার দিকে শংকরপাশা ইউনিয়নের দফাদার আসাদুজ্জামান থানায় ফোন করে জানান শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার উমিদপুর খালে কচুরিপানার ভিতরে একটি শিশুর লাশ ভাসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া শিশুটির পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার জন্য পিরোজপুর সদর থানার আশে পাশের থানায় যোগাযোগ করা হচ্ছে ।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/হিমেল