চলন্ত বাসে শিক্ষার্থী গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার জাকিয়া সুলতানা রুপার সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে দিনাজপুর যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক'র ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে স্থানীয় স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতকর্মী এবং এনজিও’র কর্মীরা মানববন্ধনে অংশ নেয় এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ঢাকার আইাডয়াল কলেজের ছাত্রী ও বহুজাতিক কোম্পানীতে চাকরিরত জাকিয়া সুলতানা রুপা বগুড়া থেকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইল যাবার পথে চলন্ত বাসে বাস শ্রমিকদের দ্বারা গণধর্ষণ ও নৃংশসভাবে হত্যার শিকার হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার